পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8වර বঙ্গ-সাহিত্য-পরিচয়। তীরে তৃণ পূর্ণ গুণ বান্ধে বীরবর। বিপত্তি বায়ান্ন হাজার তাএ শর॥ বাম হাতে বিরাজিত বিচিত্র কামুক। ডানি হাতে নিল শেল ঢেকুর বিভূত। গণ্ডারের ঢাল পীঠে দিঠে কাম জম। হাকে হয় হংসের হরির দিগভ্রম (১)। ঘোর দাপে কাপে মহী আহি নহে স্থির। সাজ করি শু্যামার সদন হল্য বীর॥ পার্ব্বতীরে প্রণমএ পটুক গলায়। জয় জয় জগতজননী স্থভাগয়॥ পুনঃ পুনঃ প্রণমএ মহী লুট্যা বপু। ক্ষেমঙ্করী কয় ক্ষয় হবে আজি রিপু॥ বিদায় হইয়া বীর রণমুখে ছুটে। কালী জয় শব্দ আট দিগময় উঠে। রণক্ষেত্রে ইছাই। শব শিবা বালা নারী পূর্ণকুন্ত জলে। বাম দিগে মহাবীর দেখে যাত্রাকালে ৷ গরু মৃগ ব্রাহ্মণ কুমুম অবদাত। যাত্রাকালে যাম্যে দেখে ঢেকুরের নাথ॥ শুভলক্ষণ। সমুখে দেখএ ধেনু বৎস দুগ্ধ খায়। সমুখেতে নৃকান্তি শিক আগে চলি যায়। চল দল অচলা চঞ্চল ছচরণে। মহাদৰ্পে উপনীত হৈল আসি রণে॥ দেখি লাউসেন বীর হৈল চমকিত। সেন বলে ইন্দ্র কেন হেথা আচম্বিত॥ লাউসেনের বিস্ময়। ধন্ত ধন্ত মহাবীর মাতা পিতা ধন্ত। নাঞি জানি পূর্ব্বজন্মে কত কৈল পুণ্য। যেন মুখ তেন বুক তেন হাত পা। প্রফুল্ল কমল আঁখি সুবলিত গা॥ নাসিকা গরুড়ে রঞ্জে কামে রঞ্জে রূপ। ঢেকুর অবনী ধন্ত হেন বীর ভূপ। (১) তাহার কণ্ঠস্বর এরূপ গভীর ও উচ্চ যে, তাঙ্গতে ঘোটক, হাস ও সিংহেরও দিগভ্রম হইয়া থাকে।