পাতা:কৌত্তক বিলাস.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কেীৰ্ত্তক বিলাস । 3లసి আকৌশলে ॥ চলিল নিবিড় বন নাহি তার ত্রাস। নি শচয় ত্যজিবে প্রাণ জীবনে নিরাশ ৷ অতিব কানন মধ্যে ক্রমে২ যায় । কেবল অরণ্য তথা দেখে ভয় পায় । বনচর নিরন্তর করে উচ্ছ রব । শুনিয়া দ্বিজের সুত শারয়ে মাধব । অস্থি চৰ্ম্ম অবশেষ নাহি দেহে বল। চলিতে চরণ পথে হইল অচল। ক্ষণে পড়ে ক্ষণে উঠে ক্ষণে ধরাতলে। শয়ন করিয়া কাব্দে ক্ষুধা দুঃখানলে । এই মত গত হয় এক সম্বৎসর। প্রভাশে উত্তরে পরে শীর্ণ কলেবর ॥ দেখে তথা এক খানি আছয়ে कूझेोज़ t অপূৰ্ব্ব নিন্মাণ স্থান মুনির মন্দির । অস্তি পত্রের চাল আর খুটীভেরেণ্ডার। লতা রঙ্গুদিয়ে বান্ধানহে সুবি স্তার। শূন্যত্র জিবর দেখিয় তখন অচল হইয়া তথা করিল শয়ন ॥হেনকালে অস্তগিরি গেল দিবাকর আসিল বুঢ়ীরে পরে সেই মুনিবর। নর দেখি মুনি কহে ভমি কোন জন । সত্য বাক্য কহ মোরে না কর ভণ্ডন ॥ মিথ্যা বাক্য যদি কহ করে প্রতারণ। তবেত বরিব ভস্ম দেখিবে তখন ৷ শুনি মৃদুং ৰাণী কহে মধু রেশ। অদ্য অন্ত সমুদয় করিয়া বিশেষ জননীর হেন কম শুনি মুনিবর। কৃপাদৃষ্টে চাছিলেন তাহার উপর মা কান্দং বিপ্ৰ কহে বারেবার। তোমার সকল দুঃখ করিব সংহার। যে বিদ্যা যে ধনে তব আছে অভিলাষ অবশ্য তোমার আমি পুৱাইৰ আশ ॥ শ্যাম