পাতা:বরেন্দ্র রন্ধন.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—টেবিল নং ২।
২৬৩

সংখ্যা ব্যঞ্জন ফোড়ন বাটনা অন্যান্য উপকরণ অনুষঙ্গ মন্তব্য
ছেঁচকী লঙ্কা, মেথি বা কালজিরা হলুদ ও কদাচিৎ লঙ্কাবাটা। নিরামিষ ব্যঞ্জনে হলুদ বাদ দিতে পার এবং লঙ্কা বাটারও প্রয়োজন নাই।
চড়চড়ী তেজপাত, লঙ্কা, মেথি বা কালজিরা। আমিষ চড়চড়ীতে আবশ্যক মত পেঁয়াজকুচি দেওয়া যায়। হলুদ এবং কদাচিৎ লঙ্কা বাটা। নিরামিষ ব্যঞ্জনে হলুদ বাদ দিতে পার এবং লঙ্কা বাটারও প্রয়োজন নাই। সরিষাবাটা এবং কাঁচালঙ্কা বাটা বা চেরা। (সরিষার সহিত একত্রে কাঁচা লঙ্কা বাটিয়া লইতে পার)। আবশ্যক মত কিঞ্চিৎ অম্লরস। মাষ-বড়ি (আবশ্যক মত) সরিষা-বাটা ব্যঞ্জন সিদ্ধ হওয়া পর জল শুকাইয়া গেলে প্রযুজ্য।
শুক্তা তেজপাত, লঙ্কা, মেথি হলুদ। (নিরামিষ শুক্তায় আবশ্যক মত পিঠালী, তিল বা মটর বা খেঁসারী ডাইলের চাপড়ী বরেন্দ্রে শুক্তায় জিরা