পাতা:গল্পাঞ্জলি.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রসময়ীর রসিকতা X86: একজন বলিল— “There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy.” ( হে হোরেশিও—স্বর্গে ও মর্ত্যে এমন অনেক জিনিষ আছে, যাহার বিষয় তোমার দর্শনৰিজ্ঞান স্বপ্নেও অবগত নহে ) । অপর একজন বলিলেন—“তা ত বটেই, তা ত বটেই। ধরুন আমাদের দেশে—শুধু আমাদের দেশেই বা বলি কেন—সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভুত বলে একটা জিনিষ আছে, তার কি কিছুই ভিত্তি নেই ?” সরকারী উকীল বাৰুটি বলিলেন—“শুধু অন্ধ বিশ্বাসের কথা নয়। গত পঞ্চাশ বৎসরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণ হয়ে গেছে। এক সময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিণ্ডাল পর্যাক্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। বিখ্যাত লেখক ষ্টেড সাহেব তার এক গ্রন্থে লিখেছেন– “Of all the vulgar superstitions of the half-educated, none dies harder than the absurd delusion that there are no such things as ghosts ( অৰ্দ্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতরজনোচিত কুসংস্কার আছে, তাহার মধ্যে ‘ভূত নাই’ এই অদ্ভুত ভ্রমটিই সৰ্ব্বাপেক্ষা প্রবল )”—বলিয়৷ বিজয়ী বীরের মত তিনি মুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন। ■ সন্ধ্যা হইয়া গিয়াছিল—সেদিনকার মত সভাভঙ্গ হইল । সেই বটগাছের তলা দিয়া যাইতে যাইতে সুরেন্দ্র বাবুরও গা-টা ষেন ছম্ ছম্ করিতে লাগিল ।