পাতা:ধর্ম্মসাধন.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ ধৰ্ম্মসাধন । ” - তঃ যাহারা নিজে দোষী, তাহারা আপনাদের দোষ ঢাকিবার জন্ত অথবা লঘু করিয়া দেখাইবার জন্য পরনিন্দ করে । , প্র । পরনিন্দার আতিশয্য হইলে ব্রাহ্মদের মধ্যে কেহ কেহ সকলের সম্মুখে উপাসনা প্রভৃতি ব্ৰাহ্মধৰ্ম্মের মূল বিশ্বাসের প্রতিও আঘাত করিয়া থাকেন, সেস্থলে কৰ্ত্তব্য কি ? : . - উ । ১ম, তাহার দোষ বুঝাইয়া তাহাকে স্বীকার করিতে বলা ও তাহার নিকট হইতে ক্ষমা প্রার্থন পত্র লিখাইয়া লওয়া; ২য়, অশ্রাব্য কথার প্রতি কর্ণে অঙ্গুলি দেত্তয় এদেশীয় একটা প্রথা আছে, তাহা দ্বারা ঘৃণা প্রদর্শন ; ৩য়, সকলে মিলিয়া নিন্দুককে পরিত্যাগ করিয়া উঠিয় যাওয়া । - - অপবিত্রভাবে নিন্দ করিতে প্রশ্রয় দেওয়াতে কত ব্রাহ্মের যে সৰ্ব্বনাশ হইয়াছে তাহ বলা যায় না । এই জন্ত এবিষয়ে চক্ষুলজ্জা পরিত্যাগ করিয়া দৃঢ় নিয়ম অবলম্বন কর। ব্রাহ্মদের পক্ষে নিতান্ত কর্তব্য । - - * ব্রহ্মোৎসব । , প্র। কিরূপ ভাবে উৎসবক্ষেত্রে গমন করিলে উপকার হয় ? উ বিশেষ একটী সঙ্কল্প স্থির করিয়া উৎসব-ক্ষেত্রে গমন করা কৰ্ত্তব্য । সঙ্কল্পবিহীন হইয়া যে কাৰ্য্যে যাওয়া যায়, তাহাতে ফলোদয় হয় না । বিশেষতঃ উপাসনা সম্বন্ধে স্থির- , লক্ষ্য না হইয়া হঠাৎ অনুরোধে পড়িয়া স্রোতে ভাসিয়া গেলে বিশেষ লাভ হইবে এরূপ আশা করা যায় না । বিশেষ লাভ করিব বলিয়া ব্যাকুল হইয়া ঈশ্বরের ঘরে যাওয়া চাই । উপ