পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সৰ্গ । >b, শরাসন, কুণ্ডলিত-ফণাধর-সম, শূল, অসি, চৰ্ম্ম, বৰ্ম্ম, ঝুলিছে তেমতি, হায়, রিপুবিনাশন । কিন্তু কোথা, কোথা ভ্রাতৃঘুগ এবে, ভক্তের নয়নানন্দ, জীবের আশ্রয় ? নিম্পন্দ-নয়নে দোহে রহিলা ক্ষণেক মন্ত্ৰমুগ্ধ ; রহে যথা জীবকুল বিঘোর আঁধারে, রাহু যবে ত্বিষাম্পতি গ্রাসয়ে অস্বরে । সৰ্ব্ব-অঙ্গ প্রকম্পিত, হৃৎপিণ্ড ঘন আঘাতিছে বক্ষ ভেদি, ঘনশ্বাস ফুটিছে চৌদিকে। ক্ষণপরে স্বপ্নাকুল স্বপ্নভঙ্গে যথা, গভীর মৰ্ম্মবেদনে, কাদিয়া কহিলা আঞ্জনেয়—“হায়, বৃথা গঞ্জি তোমা, মন্দভাগা আমি । নিজদোষে সব হারাষ্টতু । ছলি মোরে মহী রক্ষাধম, প্রবেশিল এই পুরে তব রূপ ধরি, রক্ষোবর ; অণুমাত্র নাহিক সন্দেহ । বুঝিয়াছি সব আমি এবে, অসময়ে। হায়, প্রভূ রঘুনাথ, গুণসিন্ধু, করুণানিধান, ইক্ষুকু-কুল-গৌরব, অস্তমিত আজি