পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য “নিশাচরেশ্বর, তুমি জ্ঞানী, তত্ত্বদর্শী তুমি ; সামান্ত জনের সম উচিত কি তব এ বিলাপ, এই অধীরতা ? পরলোকে মৃতের অগতি সদা, স্বজনের অশ্রুবিন্দুপাতে। তাই মৃত নহে শোচা কতু। এ মরভূবনে, জন্মে মৃত্যু চিরসহচর। কৌমার, যৌবন, জরা,–নহে কি সে মরণ দেহের ? একের মরণে উদ্ভব অন্তের। কে, কহ, বিলাপে তাহে এ জীর্ণ জগতে ? দেহের বিকার, প্রতি পলে অনুপলে, হইতেছে কালবশে বিধির বিধানে । সকলি ত জান, সুধী, কি আর কহিব ? জীবদেহে প্রতি পরমাণু, হইতেছে ধ্বংস সদা ; সেইস্থলে । উদিছে আবার, নব নব জীব-অণু পূর্ণ জীবতেজে । স্থাবর, জঙ্গম, জড়, কিছু নহে চিরস্থির। গণি দেখ মনে, নৈকষেয়, চির-পরিবর্তশীল সব-ই এ জগতে । মৃত্যু ? মৃত্যু কি সস্তব কভু ? যাহা নাই, হইবে না, হয় নাই কভু ;