পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$\రి8 প্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ডিসেম্বর ২৬ শ্রীরামকৃষ্ণ-সাধুটী বেশ । ( রামের প্রতি –তুমি যখন যাবে সাধুটীকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। “সাধুটী বেশ । একটা গানে আছে—সিহজ না হ’লে সহজকে চেনা যায় না । “নিরাকারবাদী—তা বেশ । তিনি নিরাকার সাকার হয়ে আছেন, আরও কত কি ! যারই নিত্য, তারই লীলা। সেই বাক্যমনের অতীত যিনি, তিনি নানারূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওঁ হইতে ‘ওঁ শিব’ ‘ওঁ কালী’ ‘ওঁ কৃষ্ণ’ হয়েছেন। নিমন্ত্রণে কৰ্ত্ত একটী ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন—তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র।” স্বরেক্সের বাগানেও কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্তসঙ্গে যাইতেছেন । नििष्ठौ ?बिाळ् আজ পৌষ শুক্ল চতুর্থী, ২রা জাম্বয়ারী, ১৮৮৪, ২৯শে পৌষ, বুধবার,১২৯০। শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীমন্দিরে বাস করিতেছেন। আজ • কাল রাখাল, লাটু, হরিশ, রামলাল, মাষ্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা ৩টা বাজিয়াজে, মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের বারাওয়ে উপবিষ্ট আছেন। i মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন। বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে উহাকেও উপদেশ দিবেন। শ্ৰীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। . স্ত্রীরামকৃষ্ণ ( তান্ত্রিক ভক্তের প্রতি )—এ সব তান্ত্রিক সাধনার অঙ্গ, কপালি পাত্রে সুধা পান করা ; ঐ স্বধাকে কারণ-নীরি বলে, কেমন ? :