পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(घ) গ্রীরামকৃষ্ণ মনোমোহন মন্দিরে [ কেশব সেন, রাম, সুরেন্দ্র, রাজেন্দ্র মিত্র, ত্ৰৈলোক্য প্রভৃতি সঙ্গে ] গ্ৰথম পরিচ্ছেদ ঐযুক্ত মনোমোহনের বাট, ২৩নং সিমুলিয়া ষ্ট্রট ; মুরেন্ত্রের বাটীর নিকট। আজ ৩রা ডিসেম্বর, শনিবার, ১৮৮১ খৃষ্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১২৮৮। শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ ৪টার সময় শুভাগমন করিয়াছেন। বাড়িটা ছোট—দ্বিতল—ছোট উঠান। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর—গলির উপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুয্যের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। ঈশান—আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্ৰেষ্ঠ বলেছে। শ্রীরামকৃষ্ণ—কি ভাল কি মন অত জানি না ; তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান—সবাই যদি সংসার ত্যাগ করে, তা হলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। শ্রীরামকৃষ্ণ—সবাই ত্যাগ করবে কেন ? আর তার কি ইচ্ছা যে, সকলেই শিয়াল কুকুরের মত কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয় ? কোনটা তার ইচ্ছ, কোনটা অনিচ্ছ কি সব জেনেছ ? “র্তার ইচ্ছা সংসার করা তুমি বলছ। যখন স্ত্রী-পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন ? যখন খেতে পাও না—দারিদ্র্য— তখন ভগবনের ইচ্ছা দেখতে পাও না কেন ?