পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ মুলতান, কাশ্মীর এবং পেশোয়ার অধিকার হইতে রণজিৎ সিংহের মৃত্যু ծԵՀ 8ա ծbrԾs বিষয় । اد e e سے R 84 ১৮২৩ খ্ৰীষ্টাব্দের পর ইংরাজদিগের অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ইংরাজদিগের সহিত শিখদিগের সম্বন্ধ পরিবর্তন, ১৮২৪–২৫ –বিবিধ কার্য, পেশোয়ার এবং নেপাল, সিন্ধুদেশ ভরতপুর, আলওয়াহুলিয়া সম্প্রদায়ের সামস্ত ফতে সিং, ১৮২৬ –রণজিৎ সিংহের পীড়া, এবং ইংরেজ ডাক্তার কর্তৃক তাহার চিকিৎসা, ১৮২৭ —গল্পমালা ; গবর্ণর জেনারেল লর্ড আমহাষ্ট, বৃটিশগবর্ণমেণ্ট সংক্রান্ত কার্য-কলাপ নির্বাহের জন্য লাহোরে ইংরাজ প্রতিনিধি কাপ্তেন ওয়েড, শতদ্রু নদীর দক্ষিণ পাশ্ববর্তী স্থানসমূহের স্বত্ব-স্বামিত্ব বিষয়ে তর্কমীমাংসা, আনন্দপুর, ওহাদানি, ফিরোজপুর প্রভূতি, ১৮২০–২৮ —ধীয়ান সিং, এবং, র্তাহার পুত্র ও ভ্রাতৃগণের অভু্যদয়, সংসার চাদের পরিবার মধ্যে হীরা সিংহের বিবাহ প্রস্তাব, সংসার চাদের বিধবা পত্নী এবং পুত্রের পলায়ন, ১৮২১ –হীরা সিংহের বিবাহ, ১৮২৭ —সৈয়দ মহম্মদ সা গাজীর অধিনায়কত্বে পেশোয়ারে বিদ্রোহানল, সৈয়দ মহম্মদের জীবন বৃত্তাস্ত, সৈয়দের ধর্মনীতি প্রচার, সৈয়দের তীর্থযাত্রা, রাজপুতনা এবং সিন্ধুদেশের মধ্য দিয়া কান্দাহার এবং পেশোয়ার পর্যন্ত সৈয়দের পরিভ্রমণ, ধর্মযুদ্ধে ইউসফজায়িগণকে আহবান, আকোর নামক স্থানে শিখদিগের নিকট সৈয়দ আমেদের পরাজয় স্বীকার, ১৮২৯ –সৈয়দ মহম্মদের নিকট ইয়ার মামুদের পরাজয় ; এই যুদ্ধে ইয়ার মামুদের প্রাণত্যাগ, ১৮৩৭ –সৈয়দ আমেদ সার সিন্ধুনদ অতিক্রম, সৈয়দ আমেদ পলায়ন করিতে বাধ্য হন । কিন্তু মূলতানের মহম্মজ থাকে আন্ধুণ করিয়া আমেদ র্তাহাকে পরাজিত করেন ; আমেদ কর্তৃক পেশোয়ার অধিকার, সৈয়দের প্রভুত্ব-প্রভাব হ্রাস, সৈয়দের পেশোয়ার পরিত্যাগ, ১৮৩১ । —পরিশেষে সৈয়দ আমেদের কাশ্মীর অভিমুখে গমন ; শিখসৈন্ত কর্তৃক আমেদের পরাজয় এবং আমেদের প্রাণসংহার, রণজিৎ সিংহের সহিত বিভিন্ন