পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ পরিশিষ্ট ২। অবতার, সিদ্ধ, ভবিষ্যদ্বক্তা; হিন্দু অবতার। মহম্মদ, সিদ্ধ এবং ফকিরগণ । বহুসংখ্যক মহম্মদ এ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিল । অগণিত ব্ৰহ্ম, বিষ্ণু এবং শিবেরও অভাব ছিল না। সহস্ৰ সহস্ৰ ফকির ও ভবিষ্যদ্বক্তা এবং অযুত সংখ্যক সিদ্ধ ও যোগী এই পৃথিবীতে আগমন করিয়াছে ; কিন্তু অদ্বিতীয় পরমেশ্বরই সর্বশ্রেষ্ঠ ; ঈশ্বরের নামই সত্য । হে নানক ! ঈশ্বরের গুণ অনস্ত, তাহা গণনার অতীত ; কে তাহা বুঝিতে সক্ষম হয় ? নানক,—‘‘রত্নমালা” ( গ্রন্থের অতিরিক্ত । ) ব্রাহ্মণগণ বেদপাঠে প্রাস্ত ও ক্লাস্ত ; কিন্তু তাঁহাতে এক সর্ষপ প্রমাণ ফলও লাভ করিতে পারে নাই । সিদ্ধ ও যোগিগণ ব্যগ্রভাবে অনুসন্ধান করিয়াছে ; কিন্তু তাহারা মায়া মোহে প্রতারিত ও পথভ্রষ্ট । দশটি প্রধান অবতার জন্মপরিগ্রহ করিয়াছেন ; কুহকসিদ্ধ মহাদেবও এ পৃথিবীতে আসিয়াছিলেন। চিতাভস্ম মাখিয়া তাহার ক্লাস্ত হইয়াছেন, কিন্তু হে ঈশ্বর, তাহারাও তোমার স্বরূপ নির্ণয়ে সমর্থ হন নাই। অজুন, “আদিগ্রন্থ”—‘সোধ । স্বর, সিদ্ধ, এবং শিবের অবতারসমূহ ; শেখ, ফকির এবং অসীম প্রতাপশালী ব্যক্তি এ পৃথিবীতে আসিয়াছিল, এবং পৃথিবী পরিত্যাগ করিয়াছে, আরও অসংখ্য আসিতেছে এবং চলিয়া যাইতেছে। অজুন—“আদি গ্রন্থ", শ্রীরাগ। • প্রকৃতপক্ষে কৃষ্ণই দৈত্যকুল সংহার করেন। বহু আশ্চর্য ক্রিয়া তৎকর্তৃক সম্পন্ন হয় ; কৃষ্ণ আপনাকে ব্ৰক্ষা নামে প্রচার করিয়াছিলেন ; তথাপি তাহাকে ঈশ্বর বলিয়া স্বীকার করা যায় না। তাহার মৃত্যু হইয়াছিল ; তিনি মরণশীল। স্বতরাং কেমন করিয়া তিনি ভক্তগণকে রক্ষা করিবেন ? কিরূপে উত্তাল তরঙ্গময় অনন্ত সাগরে নিমগ্ন