পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমসাম্রাজ্য শিবির আক্রমণ করিল বটে, কিন্তু সিজায়ের সহিত যুদ্ধে পরাজিত হইয়া পলায়ন করিল। কিন্তু শীঘ্রই বিদ্রোহী হইয়া স্বাধীনতা লাভের চেষ্টা করিত্বে লাগিল এবং বহুসংখ্যক রোমকశ్రళడి খৃঃ পূঃ সিজারের সৈন্স সংহার করিল । সিজার সিসাল্লাইন ৬ষ্ঠ অভিবান গল হইতে দুই দল সৈন্ত সংগ্রহপূর্বক গলগণকে পরাজয় করিয়া পুনৰ্ব্বার স্ববশে আনয়ন করিলেন। জৰ্ম্মণগণ, গল্পদিগের সাহায্য করায় সিজার পুনরায় রাইননদী উত্তীর্ণ হইয়া জৰ্ম্মণদিগকে পরাজয় করিলেন। গলগণ পুনরায় প্রবলবেগে রোমকদিগের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিল। aঞ্চ পূজিৱে ভার্লিগেটােরিক্স নামক একজন প্রসিদ্ধ *ধ অভিধান ! ধীর গলম্বিগের সেনানীরূপে সিঞ্জারের বিরুদ্ধে সমরসজ্জা করিলেন । ইহঁার প্রতাপে ও স্বদেশবাৎসল্যে সিজারের ৬ বৎসরব্যাপী গলবিজয় নিষ্ফল হইবার উপক্রম হইল । সিজার অদম্য উৎসাহে ও প্রবল পরাক্রমে যুদ্ধ চালাইতে লাগিলেন । ভার্সিংগেটোরিক্স গলপ্রদেশের প্রসিদ্ধ নগরাদি ধ্বংস করিয়া সমস্ত দেশকে মরুভূমিতে পরিণত করিতে আরম্ভ করিলেন । এভারিকাম নামক অবশিষ্ট হুর্ভেদ্য দুর্গ ও সুরক্ষিত নগর সিজার অবরোধ করিলেন। দুর্গ অধিকারপুৰ্ব্বক সিজার নগরবাসী আবাল-বৃদ্ধ-বনিতাদিগকে নিহত করিলেন। অবশেষে ভার্সিংগেটেরিক্স বর্গাওঁী প্রদেশের এলেসিয়া নগরের দুর্ভেদ্য যুগে আশ্রয় লইলেন। বহুসংখ্যক গলসৈন্ত রোমকসৈন্যকে পরিবেষ্টন করিল। এই বিপদে সিজার অত্যন্ধুত সাহস, রণপাণ্ডিত্য ও অতুল বীরত্বে গলসৈন্ত ছিন্ন ভিন্ন করিয়া দিলেন । এলেসিয়া সিজারের অধিকৃত হইল। ভার্সিংগেট্টোরিক্স বর্ণীকৃত হইলেন । এই সংবাদে রোম সেনেটের সদস্তগণ পুনরায় ২০ দিন পর্য্যন্ত দেবমন্দিরে মাঙ্গলিক ক্রিয়ার অনুষ্ঠান করিলেন ।" এই অভিযানে সিজার সমস্ত গলদেশ স্ববশে আনয়নপুৰ্ব্বক তথায় রোমক শাসন প্রতিষ্ঠিত করিলেন এবং প্রত্যেক প্রদেশে শাসনব্যবস্থা ও রাজস্ব নিৰ্দ্ধারিত করিয়া রোমে প্রত্যাগমনের সঙ্কল্প করিলেন। এই প্রকারে •s भूः भूः नियाप्छात्र ७५ बडियम ৯ বৎসরব্যাপী অবিশ্রান্ত যুদ্ধে সিজার রোমসাম্রাজ্যের সীমা উত্তরদিকে বহুদূর পর্য্যস্ত বিস্তৃত করিলেন । বহু সংখ্যক অসভ্যজাতি পরাজিত ছষ্টয়া শিক্ষা ও সভ্যতার আলোক পাইয়াছিল । সিসিরোর নিৰ্ব্বাসন হইতে রোমে প্রত্যাগত হইয়া পূৰ্ব্বপ্রকৃতি একবার ত্যাগ করিলেন। তিনি এক্ষণে সেই টায়ন্তিরেটের পক্ষ অবলম্বন করিতে লাগিলেন। পম্পিয় প্রভাব ক্রমে ক্রমে ছুগি হইতেছিল। কারণ ক্রাসাসের সহিত উাহার মনোমালিন্ত [ 68 ) রোমসাম্রাজ্য ঘটনাছিল। এদিকে সিজারের ৰিপক্ষগণ র্তাহাকে ক্ষমতাচ্যুত করিতে চেষ্টা পাইতেছিলেন । এই সময়ে শ্লোমের জাত্যপ্তब्लिक इंठिझांम সিজার রোমে উপস্থিত হইয়া লুক নামক (৫৭-৫ খৃঃ পূঃ) স্বানে পম্পি ও ক্রাসাসের সহিত পুনরায় মিলিত হইলেন। সিজারের প্ররোচনায় পম্পি ও ক্রাসাস ২য় বার যুগপৎ কন্সল নিযুক্ত হইলেন এবং ট্ৰেবোয়াস্ প্রবর্ধিত আইন অমুসারে পম্পি স্পেনের এবং ক্রাসাস সিরিয়ার শাসনভার প্রাপ্ত হইলেন। এই সময়ে পম্পি মৰ্ম্মল্পপ্রস্তরে এক বিরাট রঙ্গালয় নিৰ্ম্মাণ করাইলেন । এই রঙ্গালয়ে ৪০ • • • দর্শক স্বছন্দে উপবেশন করিয়া সিংহ হস্তী প্রভৃতি জন্তুর অদ্ভুত ক্রীড়া সন্দর্শন করিতে লাগিলেন । ৫৪ খৃঃ পূঃ ক্রাসাস পার্থিয় রাজগণের সহিত যুদ্ধ করিবার জন্ত সিরিয়ায় গমন করিলেন। কিন্তু নিৰ্ব্বতি বশতঃ ২•••• রোমক তাহদের হস্তে পরাজিত ও হত হইল। তাহার ছিন্নমুও পার্থিয়রাজ অরোভেসের রাজসভায় প্রেরিত হইল। ক্রাসাসের মৃত্যুতে পম্পি ও সিজার রোমের অধিনায়ক থাকিলেন। অনতিকাল মধ্যেই তাহাদের মধ্যে বিরোধের স্বচনা হইল । সিজারের কন্যা এবং পম্পিন্ন পত্নী জুলিয়ার মৃত্যু হওয়ায় উভয়ের সম্বন্ধসেতু ভগ্ন হইয়া গেল। সকলের মুখে সিজারের গলবিজয়কীৰ্ত্তি পম্পির অসহ হইয়া উঠিল। তখন পম্পি ডিক্টেটরের পদলাভ পূৰ্ব্বক সাৰ্ব্বভৌম আধিপত্য লাভের চেষ্টা দেখিতে লাগিলেন । এই সময়ে বিষম অরাজকতা উপস্থিত হইল। মাইলো কন্সলপদ লইয়া ক্লডিয়াসকে নিহত করিলেন । উত্তেজিত সৈন্তগণ অগ্নিপ্রদানে সেনেটগৃহ ভস্মীভূত করিল। সিসিরো ও সেনেটের সদস্যগণ মাইলোর অত্যাচার হইতে অব্যাহতি পাইবার জন্য পম্পিকে একমাত্র কন্সল নিযুক্ত করিলেন। মাইলো অভিযুক্ত হইয়া বিচারে মেসালিয়া নামক স্থানে নির্বাসিত হইলেন। সিজারের কঙ্কা জুলিয়ার মৃত্যুর পর পপি মেটালা, সিপিওর কন্যা কর্ণিলিয়ার পাণিগ্রহণ করেন। তিনি স্বীয় শ্বশুরকে অবিলম্বে সহযোগী কন্সল নিযুক্ত করিলেন। কিন্তু তিনি সিজারকে কন্সলপদের প্রার্থী জানিয়া, এক আইন করিলেন যে, স্বয়ং উপস্থিত না হইলে কেহ কোন সরকারী পদের প্রার্থী হইতে পরিবে না এবং কেহ সরকারী কার্য্যে প্রবেশের তারিখ হইতে ৫ বৎসরের অধিক কোন প্রদেশের শাসনকৰ্ত্ত থাকিতে পারিবেন না। পম্পি সেলেটের সদস্তগণের মত্তামুবী হইয়া চলিতে লাগিলেন। সেমেট এই আদেশ প্রচার করিলেন যে, সিজার অবিলম্বে তাহার শাসনকর্তৃত্ব পরিত্যাগ করিবেন । কারণ র্তাহার নির্দিষ্টকাল অতীত