পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নাবলী SY S. বলীকে পত্নীরূপে পাইয়া বলিলেন, “সদাগরমহীপাপ্ত্যেকহেতুঃ প্রিয়া” প্রিয়াই সসাগর মহীপ্রাপ্তির একমাত্ৰ হেতু । শাস্ত্রেও বলে,সমস্ত বসুন্ধরা’ লক্ষ্মীর তুাবাস । {} আর্য্য কবিরা শুদ্ধ মানুষ ভাব বর্ণন করিতে তত ভাল বাসিতেন না । র্তাহাদিগের চক্ষে বাহ জগৎ অন্তর্জগতের প্রতিবিস্বরূপেই প্রতিভাত হইত । যে বাহ ব্যাপারে তাহাদিগের মনোনিবেশ হইত, তাহাই যেন সামান্ত বাহমুৰ্ত্তি পরিহার করিয়া আধ্যাত্মিক আলোকে রঞ্জিত, এবং পরিশেষে দেবলীলায় পৰ্য্যবসিত হইত।