পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo ধৰ্ম্মের সাহায্য গ্রহণ করিয়াছেন । এই প্রথায়, প্রথমেই কতকগুলি দৃঢ় ধাতৰ নলে স্বতন্ত্র যন্ত্রের সাহায্যে বায়ু আবদ্ধ রাখিয়া, বরফজল দ্বারা সেগুলিকে বেশ শীতল করা হয় ; তা’র পর সেই নলগুলিতে যে এক একটি ক্ষুদ্র বায়ুনির্গমনপথ থাকে, তাহা কিয়ংকালের জন্ত উন্মুক্ত রাখিতে হয়। এই প্রকারে রুদ্ধ বায়ু ক্ষুদ্র নির্গমনপথ পাইয়া, যেমন নলমধ্যস্থ অপর বায়ু হইতে তাপ হরণ করিয়া মহাবেগে বহির্গত হইতে থাকে,-সেই হৃত তাপে অবশিষ্ট বায়ুর উষ্ণতা কমিয়া যায়। এই শীতল বায়ুর কিয়দংশ আবার প্রসারণকালে আরও তাপ হরণ করে ; তাহাতে অবশিষ্ট বায়ুর উষ্ণতা আরও কমে। এইরূপে ক্রমশ উষ্ণতা কমিয়া বায়ু অত্যন্ত শীতল হইলে অল্প বঙ্গদর্শন । [ কাৰ্ত্তিক। চাপেই তরল হইয় পড়ে। নলে বায়ু আবদ্ধ করিবার জন্ত যে স্বতন্ত্র যন্ত্রের কথা বলা হইয়াছে, টিপলার সে যন্ত্রটিও কেবল তরলবায়ু দ্বারা চালাইতেছেন ; জল, অগ্নি ইত্যাদির কোন সাহায্য না লইয়া, উক্ত যন্ত্রের পরিচালনে তিন-পাউণ্ড তরলবায়ু ব্যয় করিয়া, তিনি প্রায় দশ-পাউণ্ড পর্য্যস্ত তরলবায়ু প্রস্তুত করিতেছেন । সুলভ তরলবায়ু দ্বার পূৰ্ব্বোক্ত ক্ষুদ্র যন্ত্র পরিচালনে কৃতকার্য হইয়া, টিপলার এখন তরল বায়ু-চালিত একটা বৃহৎ যন্ত্র নিৰ্ম্মাণের জন্ত সচেষ্ট আছেন। আধুনিক ষ্টীমার ও রেলগাড়ি ইত্যাদিতে সংলগ্ন যন্ত্রের কিঞ্চিং পরিবর্তন করিলেই, সে গুলি নুতন শক্রির ব্যবহারোপযোগী হইবে বলিয়া তিনি আশ্বাস দিতেছেন । উীজগদানন্দ রায় । দাবার জন্মকথা দাবা-খেলায় আদিম উৎপত্তিস্তান ভারতবর্ষ। পারস্য-সাহিত্য-পাঠে জানা যায় যে, এই খেল ভারত হইতে পারস্তে, পারস্য হইতে আরবে, এবং আরব হইতে সম্ভবত য়ুরোপে, নীত হইয়া, থাকিবে । পুরাতন পারসিকেরা বিদেশীর আবিষ্কৃত বিষয় নিজস্ব কম্নিয়া লইতে বিশেষ পটু ছিল । তাহারা বাণিজ্যব্যপদেশে এ দেশে আসিয়া এখানকার সাহিত্য, শিল্পকলা, দর্শন, বিজ্ঞান, অঙ্কশাস্ত্র, জ্যোতিষ প্রভৃতি অনেক विश्ब्र নিজদেশে বহন করিয়া লইয়া যায়। বিষ্ণুশৰ্ম্মার ছিতোপদেশ গ্রন্থ ৫৫০ খৃষ্টাব্দে পারস্যে ও ৭• •