পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। >令@ গুণতীয় দিব্বোক, তাহার ভ্রাত রুদোক ও ভ্রাতুপুত্র ভীম যথাক্রমে বরেন্দ্রভূমের শাসনভার গ্রহণ করিয়াছিলেন। * ঐ সময়ে দণ্ডভুক্তি প্রদেশটিও পাল-সাম্রাজ্য হইতে বিচ্ছিন্ন হইয়া পুনরায় উৎকল-সাম্রাজ্যের অন্তভূ ত হইয়া থাকিবে । পাল-রাজগণের তখন এরূপ ক্ষমতা ছিল না যে, তাহারা উহা পুনরধিকার করিতে পারেন। উত্তরকালে রাজা রামপাল ঐ কৈবৰ্ত্ত-বিদ্রোহ দমন করিয়া পিতৃভূমি বরেন্দ্রীর উদ্ধারসাধন করিলে পর তাহারই সামস্ত জয়সিংহ স্বাধীনতাবলম্বী রাজ কর্ণকেশরীকে পরাভূত করিয়া পাল-বংশের সামন্তরূপে দণ্ডভুক্তিপ্রদেশে প্রতিষ্ঠিত হইয়া থাকিবেন। এই জেলার মধ্যে বৰ্ত্তমান মেদিনীপুর নগরীর উত্তরে তিন ক্রোশ স্থানমধ্যে কর্ণগড় নামে একটি প্রাচীন গড়ের ভগ্নাবশেষ অদ্যাপি বিদ্যমঞ্জন আছে। ঐ গড়টি মেদিনীপুর নগরীর দুই ক্রোশ সোণপুরের গড় উত্তরে আরম্ভ হইয়া এক ক্রোশ ব্যাপিয়া বিস্তৃত ছিল। ঐ এক ক্রোশ স্থানের মধ্যে রাজবাটী,সৈন্যশালা,দেব-দেবীর মন্দির, দীধিক প্রভৃতি সকলই বিরাজ করিত। গড়ের দক্ষিণাংশে অনাদিলিঙ্গ ভগবান দণ্ডেশ্বর ও ভগবতী মহামায়ার দুইটি মন্দির অদ্যাপি বিদ্যমান। ঐ মহামায়া-মন্দিরের গঠন প্রণালী ও নিৰ্ম্মাণ-কৌশল দেখিলে চমৎকৃত হইতে হয়। কিন্তু দুঃখের বিষয়, ঐ গড় ও মন্দিরাদি কবে এবং কাহার দ্বারা নিৰ্ম্মিত হইয়াছিল, তাহা নিরূপণ করা দুরূহ। সাধারণে উহাকে মহাভারতোক্ত অঙ্গাধিপতি কর্ণ-রাজার গড় বলিয়া বিশ্বাস করে। পঞ্জিকায় লিখিত প্রসিদ্ধ তীর্থস্থান-সমূহের তালিকাতেও উহার ঐক্কপ পরিচয় আছে। কিন্তু অঙ্গাধিপতি কৰ্ম্ম-রাজার সহিত সেগুলির ষে কোন প্রকার সম্পর্ক নাই, তাহ নিঃসন্দেহে বলা ৰাইতে পারে। খৃষ্টীয় ষোড়শ • दाक्रालाद्र इठिशन-यषवडो*-भूः २०१-२०० । । -