পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-नांश्छिा-नरáांश ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই ত কাছে, পাণ্ডুগি। কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসব। অকুরও কলেজ বন্ধ, লেওঁ হয়ত সঙ্গে যেতে চাইবে । এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠব বোঁদি, তখন কিন্তু না বলতে পাবে না। বোনটিকে সঙ্গে নেওয়া চাই । - অনিতা যুবতী, সে দেখিতে স্বত্র ও অনার্সে বি. এ. পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী-জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী-বিশেষের একাধারে এতগুলো গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শাস্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো—কখনো প্রাচীন বৃক্ষছায়াচ্ছন্ন সঙ্কীর্ণ গ্রাম্য পথের একাস্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দোল দিয়া গিয়াছিল । বিজয়ের পরনে খাটি সাহেবি পোষাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলবার, চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর-বাটতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে দু'জন হিন্দুস্থানী দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমার । সম্পত্তি দখল করার ব্যাপারে যদিচ হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাডুগোপাল করার পরিবর্তে মজবুত করিয় গড়িয়া তোলার এ হইল বড় শিক্ষা–তাই ছেলেও আসিয়াছে সঙ্গে । বিনোদ বরাবর ভরসা দিয়াছে যে, অমুরাধা একাকী স্ত্রীলোক, কোনমতেই জোরে পারবে না। তবুও বিভলবার যখন আছে, তখন সঙ্গে লওয়াই ভালো । বিজয় বলিল, মেয়েটা শুনেচি ভারি বজাত, লোক জড়ো করে তুলতে পারে। ও-ই ত গগন চাটুয্যের পরামর্শদাতা। স্বভাব-চরিত্রও মন্দ । বিনোদ বলিল, আজ্ঞে, তা ত শুনিনি । আমি শুনেচি । কোথাও কেহ নাই, শূন্ত প্রাঙ্গণে দাড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল । বাবুদের বাড়ি বলা যায় বটে। সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু Yor