পাতা:পথের দাবী নাটক.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত পথের দাবী >a? এর দাম বুঝবে না, হয়ত উপহাসও করবে। কিন্তু তাকে এই ঋণ কড়ায় গণ্ডায় শোধ দিতে হবে, হালি তার মুখে সহজে যোগাবে না। ভারতী, নিজে ক্রীশ্চন হয়ে তুমি তোমার ধৰ্ম্মের গোড়ার কথাটাই ভুলে গেলে ? যিশুখৃষ্টের রক্তপাত কি সংসারে ব্যর্থ হয়েছে ভাবে ? শশি । আর মিছে রক্তপাতের কথা কেন ডাক্তার । ডাক্তার। বৃথা নরহত্যার আমি কোনদিনই পক্ষপাতী নই। ও আমি সৰ্ব্বাস্তঃকরণে ঘুণ করি। নিজের হাতে আমি একটি পিপড়েও মারতে পারি না । কিন্তু প্রয়োজন হলে—কি বল সুমিত্র । সুমিত্রা । সে আমি জানি । , নিজের চোখেই ত আমি বার দুই দেখেচি । ডাক্তার। দুব থেকে এসে যারা আমার জন্মভূমি অধিকার করেচে, আমার মনুষ্যত্ব, আমার মর্য্যাদা, আমার ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল,—সমস্ত যে কেড়ে নিন্মেষ্ঠাদেরই রইল আমাকে হত্যা করবার অধিকার, আব রইল না আমার ? অপুর্বর প্রবেশ একি অপূৰ্ব্ববাবু যে ! এই ঝড জলে এত রাতে একা এলেন কি করে ? অপূৰ্ব্ব । কেমন করে এলুম তা জানি ন ; জানি আমাকে আসতেই হোল । ডাক্তার। কেন ? অপূৰ্ব্ব। একদিন আপনার দয়ায় প্রাণ পেয়েছিলুম, সারাজীবন ত} মনে রাখব, সেই কথাটাই জানাতে । সব্যসাচী। তুচ্ছ পাওয়ার ব্যাপারটাকেই কেবল বড় করে দেখলে অপূৰ্ব্ববাবু, যে দিলে তাকে মনে রাখলে না। ভারতী, অপূৰ্ব্ববাবু ভুল