পাতা:চিঠিপত্র (নবম খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটা অভিনয় করব স্থির করেছি। তার স্থা চার দিন আগেই যেতে হবে । ইতি ১১ ভাদ্র ১৩৩৮ দাদা একখণ্ড মানসী পাওয়া গেল সেটাও পাঠাচ্চি Vo সেপ্টেম্বর > 為 3> \ર્ક শান্তিনিকেতন কল্যাণীয়াসু কাজের ঝঞ্জাট বেড়ে উঠেচে– নানা রকমের ফরমাস খাটতে হয় তবু সে আমার বহুদিনের অভ্যাসে অনেকটা সহ হয়ে এসেচে । কিন্তু নিরতিশয় পীড়িত করে তোলে অত্যাচারের কথা। আমার বেদনাবহ নাড়ি এই রকম কোনো সংবাদের নাড়া খেয়ে যখন ঝনঝন করে ওঠে তখন সে যেন আর থামতে চায় না । সম্প্রতি দেহমনের উপর সেই উপদ্রব দেখা দিয়েচে । দেশে বন্যাপ্লাবনের দুঃখ মনের উপর ভার চাপিয়ে এতদিন বসে ছিল তার উপরে চট্টগ্রামের বিবরণটা আমার ঘুম তাড়িয়ে দিয়েচে । আমাদের নিজের দেশের লোক নিৰ্ম্মম হয়ে যখন এরকম দানবিক কাণ্ড করে তখন কোথাও কোনো সান্তনা দেখি নে। তার উপরে অার একটা জ্বালার যোগ হয়ে অশান্ত করে তুলচে– মনে নিশ্চয় জানি এর পিছনে আমাদের মর্ত্যলোকের বিধাতাপুরুষের রয়েচেন । এই রকম ব্যাপারের দ্বারা দুটো গুরুতর অনিষ্ট হচ্চে। ר "ש