পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- জলে ভিজান থাকায় তেলাকালি সেখানে লাগিল না। তখন হইতে সেলেফেল্ডার এই বিষয লইয়া ভালরূপে পরীক্ষা করিতে লাগিলেন এবং অতি গল্প কলেব মপোই “লিগোগ্রাফি” সেজেধে লডোর নামক পাথর হইতে ছাপাব প্রণালীব চল ०३छन । 'লিথো (litho) অর্থাৎ পাথর । ‘লিথোগ্রাফি'র ছাপা পাগবের উপব হইতে কাগজের উপব তোলা হয়। ছাপাব পাগরে কোনরূপ উচু নীচ গোদাই থাকে না। পাথরের যে যে অংশে ছবি থাকে, পথবে জল লাগাইলে সে সকল অংশে জল লাগে ন।—বাকি অংশ জলে ভিজিয়া যায় । झन्विन्ङ्क ब्व5-थो তাহার পর তেলা কালি পাথরের উপর লাগাইলে, ভিজা অংশে কালি লাগে না, কারণ “তেলে জলে মিশ খায় না”। বাকি ংশ (অর্থাৎ, যে অংশে ছবি থাকে ) কালি-মাখা হইয়া যায। তাহাব পর, পাথবের উপব ছাপাব কাগজ রাখিযা কলেব সাহায্যে চাপ দিলেই ছাপ। উঠিবে। লিথোগ্রাফিব ক্রমোন্নতি হইয়া সুন্দব রঙিন লিথো (Chromolitho) ছাপা হইতে লাগিল এবং বড় বড় পাথর হইতে খুব বড় ছবি e ছাপা হইতে লাগিল। ছাপাব কল, কালি ও সবঞ্জামেব পহু উন্নতি হওয়া সত্ত্বে ও সেলেফেলে৮ারেব হাবিষ্কৃত প্রণালীতে আজও লিথোঁ ছাপা হইয়1 থাকে — গত পৎসরে তাহার অতি সামান্য পবিবর্তন মাত্র কই য়াছে । লষ্টমানে, পাথবের পবিবা, দস্তাব চাদবে ব উপব লিথে। ছাপাব প্লেট তৈযারী হয়। ইহাব নাম লিথে। গ্রাফি'র পরিবর্ষে প্লেনোগ্রাফি (Planography)–=offs Hiszi জমি হইতে ছাপ।—রাখা হইয়াছে। আজকাল, ফটোগ্রাফিক সাহাযে। আঁকা ছবি হইতে বা ফটোগ্রাফ হইতে লিথো ছাপার প্লেট ( পাথরে বা দস্তায়) প্রস্তুত করা হয় ; এব ই ছবির ৮-১৬-৩২ বা ততোধিক নকল একই পাথরে বা দস্তার চাদরে ছাপিয়া ছাপার খরচ অনেক পরিমাণে সংক্ষেপে করা হয় । লিথো-বা প্লেনোগ্রাফি সম্পর্কে অফসেট’ (Offset) ছাপার কথা বলা আবশ্যক। প্রায় চল্লিশ বৎসর পূর্বে এই ছাপার চল হয়। সাধারণ ছাপার সহিত এই ছাপার Հ8եԳ