পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re পুরোহিত-দর্পণ । א זכל יes ו পূঞ্চগব্য ও পঞ্চামৃত দ্বারা ধৌত করিয়া নিম্নলিখিত মন্ত্র পাঠপূৰ্ব্বক মালা সংস্কার করিবে । যথা,--- ওঁ নমঃ শিবায়। ওঁ ত্ৰ্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবৰ্দ্ধনম্। উৰ্ব্বারুকমিব বন্ধনান্মত্যোমু ক্ষীয় মা মৃতাৎ ॥ f - নিম্নলিখিত সংখ্যানুসারে যতমুখ রুদ্রাক্ষ হউক, এই মন্ত্র পড়িয়া রুদ্রাক্ষ ধারণ করিবে । যথা— o (১) মুখ হইলে ওঁ ঐং । এইরূপ (২)ওঁ শ্ৰীং, (৩) ওঁ ধ্রুং ধ্ৰুং, (৪) ওঁ খ্ৰীং হ্রঃ, (৫) ওঁ ক্লীং, (৬) ওঁ ঐং হ্ৰীং, (৭) ওঁ জীং, (৮) ওঁ রুং রং, (৯) ওঁ ষ্ট্রং, (১০) ওঁ ক্লীং, (১১) ওঁ ঐং, (১২) ওঁ হ্রাং হ্ৰীং, (১৩) ওঁ ক্ষৌং নমঃ, (১৪) ওঁ তমাং । তুলসী মালা—পঞ্চগব্যদ্বারা মালা ধৌত করিয়া তদুপরি গায়ন্ত্রী ও মূলমন্ত্র প্রত্যেকে আটবার করিয়া জপ করতঃ ঐ মালা বিষ্ণুকে নিবেদন করিয়া দিয়া মালায় বিষ্ণুতেজ আসিয়াছে, এইরূপ চিন্তাপুৰ্ব্বক মালা ধারণ করবে। তৈল-অক্ষণ-বিধি । “ওঁ অশ্বখায়ে নমঃ”—এই মন্ত্রে দক্ষিণহস্তের মধ্যম ও অনামিকা অঙ্গুলি দ্বারা তিনবার তিন বিন্দু তৈল ভূমিতে নিক্ষেপ করিয়া তৈল মাখিলে । শিরোভ্যঙ্গাবশিষ্টেন তৈলেনাঙ্গং ন লেপয়েৎ ॥” মস্তকে তৈল মাখিয়া তদবশিষ্ট তৈল দিয়া দেহের অন্যান্য অঙ্গাদি লেপন করিবে না। অঙ্গের নিম্নদিক্ হইতে উপরের দিকে তৈল মাখিতে হয় । যেখানে তৈল মাখিবার নিষেধ আছে, সেখানে তিলতৈলই মাখিবে না । কারণ--- তৈলাভাঙ্গনিষেধে তু তিলতৈলং নিষিধ্যতে ॥ ঘৃতঞ্চ সার্ষপং তৈলং যত্তৈলং পুষ্পবাসিতম। অদৃষ্টং পকতৈলঞ্চ স্নানাভাঙ্গে তু নিত্যশ । তৈল মাখিতে নিষেধ থাকিলে, কেবল তিলতৈলই বুঝিতে হইবে । ঘৃত, সর্ষপতৈল, পুষ্পবাসিত এবং পকতৈল ব্যবহারে কোন দোষ নাই। প্রাতঃস্বানে রতে শ্রাদ্ধে স্বাদগুণং গ্রহণে তথা । মন্ত্ৰলেপসয়ং তৈলং তস্মাতৈলং বিবঙ্গয়েৎ ॥ প্রাতঃস্বানে, ব্রতদিনে, শ্ৰাদ্ধদিনে, স্বাদশীতে, চন্দ্র ও সূৰ্য্যগ্রহণে তৈল মাধিতে নাই। ঐ সকল দিনে তৈল মদ্য তুল্য হয়। επημubμüα£Ε.