পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলে কলিঙ্কর আগমন । ৩ৈ১ শিখাব তোমারে কিবা জান তুমি সব । নমি, বলে দিও, হুর বর অসম্ভব ॥ -o-o-o-o প্রণমি পদ্মারে শুক শস্তলেতে যান । শুকে কোলে কোরে কলিক সমস্ত সুধান । কোথা ছিলে এত দিন বেড়াও কোথায় । সোণার গহনা এত কে দিয়ে সাজায় ॥ না দেখিলে এক দণ্ড না পারি থাকিতে । তব সনে ইচ্ছা করি সতত রছিতে"। নমি শুক পদ্ম কথা করে নিবেদন । , শুনে কলিক করিলেন সিংহলে গমন ॥ সিংহল সমুদ্র পার শোভা কত তর । হাট বাট অট্টালিকা নিশান সোণার ॥ হেরে কারু মতি পুরী তুষ্ট হন হরি। পুরী মাঝে সরোবর সুখী নর নারী ॥ ফেলু ফুলে অবনত লতা বৃক্ষ যত। পুরীর অপূৰ্ব্ব শোভা কহিব যে কত ॥ স্বান করি বলে কলিক এই সরোবরে ৷ * কর স্বান, বলে শুক যাই পদ্মা-ঘরে ॥ ইতি সিংহলে কলিঙ্কর আগমন ।