পাতা:দিবারাত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"fত্রর কাব্য 16 দিবারাত্ৰি ‘ক’টো তারা উঠেছে বল তো আনন্দ ?” ‘ক’টো ? একটা দেখতে পাচ্ছি। না, দুটো।” ‘দুটো তারা দেখতে পেলে কি যেন হয় ?” “কি হয় ? তারার মত চোখের জ্যোতি বাড়ে ?” আনন্দের কণ্ঠস্বর পরিবৰ্ত্তিত হয়ে গেছে। সে একদৃষ্টি তাকিয়ে আছে তার পায়ের নখের দিকে । অবান্তর কথা বেশীক্ষণ চলে না। আনন্দই প্রথমে আলাপকে তাদের স্তরে নামিয়ে আনল । ‘বাবা বললেন, আপনি কলেজে পড়ান। আপনি খুব পড়াশোনা করেন বুঝি ?” “না। পড়া হল পরের ভাবনা ভাবা। তার চেয়ে নিজের ভাবনা arties. . . . SSSS SLSS SLSLLLL TLLTS S ASMMASA STLTLSLSLSeLeLSTSLSLSLLSLLLeAAS S S S ভাবতেই আমার ভাল লাগে ! তুমি বুঝি বাবার কাছে আমার কথা সব জেনে নিয়েছ ?” ‘সব। শুধু বাবার কাছে জানি নি, মা জল দিতে ডাকা পৰ্য্যন্ত ওই জানালায় দাড়িয়ে মার সঙ্গে আপনার যত কথা হয়েছে সব শুনে ফেলেছি। ” আনন্দ চোখ তুলল। কিন্তু এখনো সে হেরম্বের দিকে তাকাতে '°iाइgछ क्रा | “শুনে কি মনে হল ?” আম্বা হঠাৎ জবাব দিল না। তারপর সঙ্কোচের সঙ্গে বলল, “মনে হল খুব নিষ্ঠুরের মত স্ত্রীর কথা বললেন। আপনার স্ত্রী কতদিন মারা 62|gछन् ?'