চাকরী এবং রোজগারের চেষ্টায়-আরও কিসের ধান্ধায় সাধনা জানে না । সন্ধ্যায় রাখাল একটি ছাত্রীকে পড়ায়-দু’ঘণ্টা । এই টুইসনিটাই তাকে বঁচিয়ে রেখেছে। মাসান্তে কািট টাকা পাওয়া যায় বলেই শুধু নয়, রোজ এখানে সে চা আর কিছু খাবার পায়-অন্ততঃ দু’খানা বিস্কুট।। আশ্চৰ্য্য যোগাযোগ । সারাদিনের শ্ৰান্তি বয়ে নিয়ে গিয়ে শুধু ওই চা খাবারটুকু পেয়ে সে চাঙ্গা হয়ে ওঠে, প্ৰভাকে ভাল করে পড়াতে পারে বলে প্ৰভারাও খুন্সী হয়ে 寛tび卒 のマ博研 5 g所研さtマt索の研s l যেদিন বাসে ফেরে রাত প্ৰায় সাড়ে ন’টা হয়। হেঁটে ফিরলে দশটা বেজে যায় । হেঁটে ফিরলে সাধনা বলে, ছ’টা পয়সা বঁাচালে । দেহের ক্ষয়টা হিসাব করেছ ? যে রোগটা হবে দু’শো টাকায় সারাতে পারবে ? রাখাল মুখ বঁাকায়।-রোগ হলে আর সারাবে কে ? জ্যোমারাত, বেড়াতে বেড়াতে চলে এলাম । ছ’পয়সায় निशांद्ध किनब्लांभ डिना । সাধনা চুপ করে থাকে। গা যখন জ্বলে যায়। তখন কথা কওয়া মানেই ঝগড়া করা । তিনটে সিগারেট কিনতে হবে, তার অজুহাত হল জ্যোক্সারাত ! সিগারেট কেনার দায়ে রাখাল হেঁটে আসে নি, জ্যোসারাত দেখে শ্ৰান্তক্লান্ত অভুক্ত দেহটাকে মনের আনন্দে দু’মাইল পথ হাঁটিয়েছে। খেয়ে উঠে সাধনা মাই দিয়ে ছেলেকে ঘুম পাড়ায়। বড় O
পাতা:সোনার চেয়ে দামী (প্রথম খণ্ড) - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১০
অবয়ব