পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SDBDDD DBBDLS BBD DBDB DBD DB BBD D S BY আসবার সময় একেবারে কানুকে সঙ্গে নিয়ে আসবে, ভাল করে। দেখবে কোন ড্যামেজ হয়েছে না কি। বিশেষ কিছু হয় নি, না ? 3 भन्म 6ख्5 श्श्च क्रा । ; তবু একবার দেখা ভাল। হয় তো সামান্য খুত হয়েছে, অল্পে সারানো যাবে । নইলে গাড়া চালাতে চালাতে বেড়ে গিয়ে একদিন হঠাৎ একেবারে বিগড়ে যাবে গাড়ীটা । অনিমেষ স্মিত মুখে তাকায় কেশবের দিকে। : তুমি নাকি শুনলাম খুব কায়দা করে মেয়েটাকে আর গাড়ীটাকে বঁচিয়ে দিয়েছ ? নিজে সিরিয়াসলি উণ্ডেড হবার রিস্ক নিয়েছিলে ? কেশব চুপ করে দাড়িয়ে থাকে। ঢোক গিলবার চেষ্টা করে। : ললনা গাড়ীগুলির পজিসন একে আমায় এতক্ষণ বোঝাবার চেষ্টা করছিল। একটু এদিক ওদিক হলেই গাড়ীটা তো বেশীরকম জখম হন্তই, তোমার বিপদ হত বেশী, ললনার বেঁচে যেত। আমারও তাই মনে হল। ও সময় মাথা ঠিক রাখা তো সহজ কথা নয়! বেশ বোঝা যায় অনিমেষ অত্যন্ত খুন্সী হয়েছে। সহজে গদ গদ হবার মানুষ সে মোটেই নয়। কিন্তু প্রশংসা শুনে কেশব সুখী হয়েছে মনে হয় না। তার কঁচুমাচু বিনীত ভাবটা শুধু কেটে যায়। সে ভাবে, এত পিঠ না চাপড়ে দশটা টাকা মাইনে বাড়িয়ে দিলেই হয় । মুখে বলে অন্য কথা । ঃঃ আমায় যদি আজ দরকার না থাকে: না, আর দরকার কি ? তুমি বাড়ী যেতে পার। Y Ro.