পাতা:পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত.pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WR শিবনাথ জীবনী । মাটী তাতে বলিয়া কোলে করিয়া বোনদের আনিতেন। বাঙ্গালীর ঘরে যেখানে একটা মাত্ৰ পুত্র, আর চারিটীি কন্যা সেখানে কি এমন হয় ? দিদিমা মামী মাসী শিবনাথ ইহঁাদিগের চিরভক্ত ছিলেন ' -তিনি পিতা জ্যেঠা, কাকা, মামার ত্ৰিসীমায় সহজে যাইতেন না । শিবনাথকে নারীগণই চিরদিন ভালবাসিতেন। ব্ৰাহ্মধৰ্ম্ম গ্ৰহণ করিলে হরানন্দ যখন তঁহাকে মারিবার জন্য লাঠিয়াল সংগ্ৰহ করিতেছিলেন। তখন মজিলপুর গ্রামের মেয়েরা শুনিয়া বলিয়াছিল “পণ্ডিত মশাই এ দেশের মালিক নাকি, দেখি ত কেমন তিনি শিবনাথকে মারেন?” শিবনাথ আজীবন স্ত্রীজাতির একান্ত পক্ষপাতী ছিলেন :- যৌবনকালে ‘পুষ্পমালায়’ লিখিয়াছেন :- তুমি নারী জান নাকি নারী এ জগতে এ মারু জগতে যেন বটচ্ছায়া সম, নারী আতপত্র এই জীবনের পথে গৃহলক্ষ্মী কুললক্ষ্মী নাবী নিরুপমা কিন্তু বঙ্গে নাবী জন্ম বড় বিড়ম্বন তাই ভাবি ও বিশাল সুন্দর নয়নে বহেনাত ধারা বোন ! নবীর যাতনা এ বঙ্গ সংসারে, দেখে কাদিলে নির্জনে । বাল্যাবধি তিনি নারীজাতির দুঃখ দেখিতে পারিতেন না । শিবনাথের অনুসন্ধিৎসা প্ৰবৃত্তি শৈশব হইতে বড় প্রবল। কথা বলিতে শিখিলেই জননীকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিতেন। বাকপটুতা গুণ বাল্যকালেই ছিল, কথায় কেহ তঁহাকে হারাইতে BBD KSD DD DD DS StBBD BBuS S S yu পাকা কথা বলিতে অদ্বিতীয় ছিলেন ।