পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৪৬ কৈকেয়ী। . . . . ... ... .. . . .. .. করিতেছিল। এই সময়ে বামদেব ঋষি প্ৰকৃত তত্ত্ব উদ্ঘাটন করিয়া ইহাদের শােক শান্তি করেন। এনে আমরা একটি আবশ্যকীয় বিষয়ের অবতারণা করিব। দশরথ রাজার পুত্র রাম-এ রান আমার কে ? কৌশল্যাহৃদয়-নন্দন রাম, এ রামের বনবাস হইল অভিষেকের দিনে, ইহা পাঠ করিয়া আমার চক্ষে জল আসতে পারে বটে, পার কেন, আইসে। আর ক্ষণকালের জন্য একটা দুঃখ ও আইসে। কিন্তু ইহাতে কি কোন উপার আছে? ইহাতে কি কোন রূপ শােকশান্তি ঘটে ? শাস্ত্র বলেন ইহাতে উপকার আছে। ইহা হইতেও শােকশান্ত হয়। কিরূপ হয়, এক কথায় উত্তর দিতে হইলে বণিতে হয়, যাহা কিছু আনার নিজের শােক ভুলাইতে পারে, যাহা কিছু আমার নিজের দুঃখচিন্তাকে ক্ষণকালের জন্যও হটাইতে পারে, তাহার মধ্যেই আমার শােক শান্তির বীজ উপ্ত আছে। অপরের শোক চিন্তা করিয়া যখন আমি আমার নিজের শোক বিস্মৃত হই, তখন ক্ষণকালের জন্যও আমার চিত্তশুদ্ধ হয়। এই শুভমুহূৰ্ত্ত পাইয়া সাধনা করিতে পারিলে চি ও শুদ্ধ স্থায়ী হয় এবং শােকশান্তিও বহুক্ষণ স্থায়ী হয়। কিন্তু বিনা জ্ঞানে শোকের অত্যন্তিক निखि नाई।