আর্দ্দানের এক নূতন বিপদ উপস্থিত হইল। প্রত্যহ এত লোক তাঁহার সঙ্গে দেখা করিতে আসিতে লাগিল যে তাঁহার জীবন দুর্ব্বহ হইয়া উঠিল। একদিন কতকগুলি পাগল আসিয়া বলিল—“আমরা চন্দ্রলোকেরই অধিবাসী। স্বদেশে যাবার জন্য আমরা বড় ব্যস্ত হয়েছি—অনেকদিন দেশ ছাড়া! আপনি যদি আমাদের সঙ্গে নিতেন!”
আর্দ্দান্ তাহাদিগকে কহিলেন—"এবার বড়ই স্থানাভাব। এবার আপনাদের চিঠিপত্র আমার সঙ্গে দিন্। আমি সেখানে যেয়ে আপনাদেরও নিয়ে যাবার ব্যবস্থা করব।”
যাহারা আর্দ্দানের দেখা পাইল না, তাহারা তাঁহাকে পত্র লিখিতে আরম্ভ করিল! প্রতিদিন এত পত্র আসিতে লাগিল যে, সে সমুদয় পাঠ করিবারই সময় হইল না। ধনকুবের আমেরিকান্দিগের কুমারী কন্যাগণ আর্দ্দানকে বিবাহ করিবার জন্য প্রতিদিন পত্র লিখিতে লাগিলেন! আর্দ্দান্ মনে মনে ভাবিলেন, কি আপদেই পড়িলাম!
১০ই নভেম্বর যখন ব্রেড্উইল কোম্পানীর নিকট হইতে গোলাটী আসিয়া পৌঁছিল, তখন উহা দেখিবার জন্য ষ্টোনিহিলের নরনারী পাগলের মত ছুটিল। বার্বিকেন উহা মুক্ত প্রান্তরে স্থাপিত করিয়াছিলেন। তপন-কিরণে গোলাটী দিনের পর দিন জ্বলিতে লাগিল।
আর্দ্দান্ গোলাটী দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন বটে, কিন্তু কহিলেন——“এতে ললিত শিল্পের কোনো চিহ্ন দেখ্ছি না। এমন একটা ন্যাড়া-মুড়া গোলা দেখে চন্দ্রলোকের অধিবাসীরা যে ধিক্কার দিবে!”