বিষয়বস্তুতে চলুন

পাতা:সমুদ্রজয়ী কলম্বাস - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সমুদ্রজয়ী কলম্বাস

পঙ্কিল ও বিষাক্ত হয়ে উঠলো...শত্রু ও মিত্র উভয় পক্ষের শিক্ষা ও সংস্কৃতি কোন্ অতল গহ্বরে তলিয়ে গেল!

 তারপর লড়াই যখন শেষ হয়ে গেল...তখন শুরু হলো আবার এক নূতন উদ্দীপনা! পুরানো পৃথিবীর য়ুরোপ... বিশেষতঃ স্পেন···নূতন করে অনুভব করলো···কলম্বাস তো ছিলেন আমাদেরই একজন! আমাদেরই দেশের রাজা ফার্ডিন্যাণ্ড আর রাণী ইসাবেলার সাহায্যেই তো কলম্বাস তাঁর বিজয়-বৈজয়ন্তী উড়িয়ে···এক নূতন জগৎ আবিষ্কারে উন্মাদের মত বেরিয়ে পড়েছিলেন!···কাজেই কলম্বাসের আবিষ্কার···সে তো আমাদেরই আবিষ্কার··· স্পেনের আবিষ্কার! কলম্বাসের বিজয়···সে আমাদেরই বিজয়···স্পেনের বিজয়! কলম্বাস নিজেও তা মেনে নিয়েছিলেন...আর তা মেনে নিয়েছিলেন বলে তিনি তাঁর আবিষ্কৃত ভূমির এক অংশের নামও দিয়েছিলেন ‘হিস্পেনোলিয়া’ বা ছোট স্পেন।...তাহ’লে তাঁর দেহ সমাহিত করবার যে গৌরব···সে গৌরবে স্পেনের দাবী হচ্ছে সর্ব্বাগ্রে।

 কাজেই···স্পেন স্থির করলো···কলম্বাসের দেহাস্থি তারা নিয়ে আসবে স্পেনে···তারপর আবার তাঁকে নূতন করে কবর দেওয়া হবে।

৮৭