পাতা:রসকেলী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।
১৯

সেঠারু এমন্তে বিদায় হোই।
ঘররে মিলিলা সমস্তে যাই॥
দেখিলা নিশ্চল উঠিণি কেহি।
আনন্দে সকলে শুইলে যাই॥
কিছিক্ষণ পরে প্রভাত হেলা।
শয্যা ছাড়ি সবু গোপ উঠিলা॥
কেমন্ত প্রকারে এমন্ত হেলা।
গোপরপুরে কেহি ন জাণিলা॥
যে যাহা কার্য্যরে সুধীরে যাই।
শ্রীকৃষ্ণঙ্ক লীলা ন জাণে কেহি॥
তাঙ্কর লীলা যে মধুর রস।
রসকেলী কলে রাত্রি দিবস॥
শ্রীকৃষ্ণ লীলা যে অতি মধুর।
যেঅবা বুঝই সেই সুধীর॥
তাঙ্কর ভাব যে বুঝই সেই।
ভাবুক প্রবর নিশ্চে অটই॥