বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/সদরে কড়া নাড়ার শব্দ

উইকিসংকলন থেকে

সদরে কড়া নাড়ার শব্দ

(কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য)


সদরে কড়া নাড়ে কে, কে ওখানে
চতুর্দিকে এ কিসের কোলাহল
আরে শবযাত্রায় মিছিলের দীর্ঘ লাইন যে।
কে গেল এই অবেলায়।

বলা নেই কওয়া নেই
হঠাৎ শুনি চলে যাওয়ার দুঃসংবাদ
অথচ তার অপেক্ষায় থাকি না।
নদীর জল প্রবাহের মতো
পাখির কলকাকলিতে মুখরিত
সময়ের সিঁড়ি বেয়ে সবার তো সুস্থ থাকার কথা
ভালো থাকার কথা সবার।

কিন্তু সবার ভালো থাকা, সুস্থ থাকা হয় না।
আমাদের কবি শঙ্খ ঘোষ যেমন ভালো থাকতে পারেননি।
অথচ তাঁর ভালো থাকার কথা ছিল আরও অনেক কবিতা পাবার কথা ছিল।
কিন্তু বিধি সব কেড়ে নিয়ে গেল
হাহাকার রেখে গেল আমাদের জন্য।

কড়া নাড়ার শব্দ উৎকণ্ঠিত করে
উদগ্রীব করে তুলে
বারেবারে মনে হয় জীবন এত ছোট কেন।