তীর্থ-সলিল/অদৃষ্ট ও পুরুষকার

উইকিসংকলন থেকে

অদৃষ্ট ও পুরুষকার।

অদৃষ্ট, পুরুষকার,—মিছে তৰ্ক সব,
ও সব নহেক কোনো ধর্ম্মের বিভব;
ভাগ্যের প্রাধান্য মেনে গেছে ভীরু সবে,
সাহসী পুরুষকার;—জীবন আহবে।

আল্‌তাফ্ হুসেন্ আন্‌সারি৷