তীর্থ-সলিল/চরম শান্তি

উইকিসংকলন থেকে

চরম-শান্তি।

প্রখর সূর্যের তাপে কি ভয় এখন?
দুরন্ত শীতেরে কেবা ডরে?
সমাপ্ত হ’য়েছে কর্ম্ম, পেয়েছ বেতন,
গেছ চলি’ আপনার ঘরে।
স্বর্ণ জিনি’ বর্ণ যা’র সে জন (ও) নিশ্চয়,
ধাঙ্গড়ের সঙ্গে হ’বে ধূলি মাঝে লয়।

অত্যাচার নারে আর স্পর্শিতে তোমায়,
ভ্রূকুটির ভয় নাহি আর,
এড়ায়েছ অশনের বসনের দায়,
তৃণ, তরু, সমান তোমার।
পাণ্ডিত্য, ঐশ্বর্য্য, রাজ্য,—তা’ও সুনিশ্চয়,
এমনি করিয়া হ’বে ধূলি মাঝে লয়।

বজ্র বিদ্যুতের ভয় নাহি, নাহি আর,—
যারে ভয় করে সর্ব্ব জন;
নিন্দা নারে পরশিতে কিম্বা তিরস্কার,
দুঃখ সুখ সব সমাপন।
প্রেমিক, প্রেমিকা, হায়, তারাও নিশ্চয়,
এমনি করিয়া হ’বে ধূলি মাঝে লয়।

শেক্সপীয়ার।