তীর্থ-সলিল/পূর্ব্বরাগ
অবয়ব
পূর্ব্বরাগ।
নীরব যদিও রহে বালা আলাপনে,
আমি যবে কহি শোনে অবহিত মনে;
যদিও সাহসে চাহে না সে মুখ পানে,
দৃষ্টি তবুও তিষ্ঠেনা কোনো খানে!
কালিদাস।
পূর্ব্বরাগ।
নীরব যদিও রহে বালা আলাপনে,
আমি যবে কহি শোনে অবহিত মনে;
যদিও সাহসে চাহে না সে মুখ পানে,
দৃষ্টি তবুও তিষ্ঠেনা কোনো খানে!