তীর্থ-সলিল/হৃদয়ের নিধি

উইকিসংকলন থেকে

হৃদয়ের নিধি।

সাগর মাঝে মুকুতা রাজে,
গগনে তারা সাজে গো,
প্রাণের মাঝে? হৃদয় মাঝে?
আছে প্রণয় আছে গো।
বিরাট নভঃ, সিন্ধু বিশাল,
হৃদয় মহান্ আরো সে;
কি ছার তারা মুকুতা জাল?
প্রণয় উজল তার’ যে!
এস কিশোরী হরষ মনে,
পরাণ তোমায় চায় গো,
হৃদয় সিন্ধু গগনের সনে
প্রণয়ে মিশিয়া যায় গো!

হায়েন্।