বিষয়বস্তুতে চলুন

তীর্থ-সলিল/প্রিয় বিরহে

উইকিসংকলন থেকে

প্রিয়-বিরহে।

ওগো প্রিয়তম! তোমার কথাই ভাল লাগে মোর মনে,
লক্ষ যতনে যা’ বোঝার লোকে লাগে না মনের কোণে;
ক্ষীর দিয়া মুখে যদি পালঙ্কে রাখ গো জলের মীন,
তবু ধড়ফড়ি’ মরিবে সে, হায়, হইবে সংজ্ঞাহীন।
জহুরি চিনেছে হীরায়,—তাই সে হাতুড়ি মানে না আর,
স্বাতীর সোয়াদ পাপিয়াই জানে বিরহের ব্যথা যা’র;
কবীর কহিছে ভাবের ভুবনে গোপন নাহিক আর।

কবীর।