তীর্থ-সলিল/প্রেম-বিমুখ

উইকিসংকলন থেকে

প্রেম-বিমুখ।

ওরে মন! তুই ছেড়ে চলে আয় প্রেম বিমুখের সঙ্গ;—
কুমতি উদয় যার সাথে হয়,—হয়রে ভজন ভঙ্গ।
কাকে কি করিবে কর্পূর থেয়ে? কুকুর গঙ্গা নেয়ে?
গাধা কি করিবে অগুরু গন্ধে? মর্কট মালা ল’য়ে?
নাহিক সুমতি, সাধু সঙ্গতি, বিষয়ে ডুবিয়া মরে;
কহে সুরদাস কালো কম্বলে অন্য রং কি ধরে?

সুরদাস।