বিষয়বস্তুতে চলুন

তীর্থ-সলিল/বসন্তে (২)

উইকিসংকলন থেকে

বসন্তে।

আবার ভাটেরা গান ধরিল নূতন,
নূতন কাহিনী বাঁশী কহে অনুখন,
থাকুন্ গুহায় যোগীবর, আমি আজ যা’ব উপবনে,
ওই দেখ বসন্তের ফুল আমায় যে ডাকিছে সঘনে!

স্থগিত রাখিতে ক্ষুধা ঘুমায় ভিখারী,
অধোমুখ আজো রাজা রাজ্য-কথা স্মরি’!
দেখিতে যা’ ভাল লাগে চোখে, দেখিলে তা’ দোষ যদি হয়,
তবে—তবে—তবে খুশ্‌হাল্ আজন্ম আসামী সুনিশ্চয়৷

খুশ্‌হাল৷