তীর্থ-সলিল/বসন্তে

উইকিসংকলন থেকে

বসন্তে।

আম্র শাখায় ফুল দুলিয়ে,
মানিনীদের মান ভুলিয়ে,
পঞ্চশরের দূত এসেছে মধুর মলয় বায়;
ফুটেছে ফুল, অশোক বকুল,
মিলন আশে পরাণ আকুল,—
দূর প্রবাসীর নারী,—হৃদয় ধর্‌তে নারে হায়৷
ফাগুন এসে আগেই হিয়া!
কোমল ক’রে যায় রাখিয়া,
শেষে মদন সুযোগ পেয়ে বাগ হানে গো তায়৷