তীর্থ-সলিল/মেঘের গান

উইকিসংকলন থেকে

মেঘের গান।

মেঘমালা আদি-অন্তহীন!
ভাসিয়া আসি গো মোরা মানবের নেত্রপথে,
শিশিরে মাজিয়া তনু ক্ষীণ!
ছাড়িয়া গভীর শাস্তিময়
উচ্চভাষী সাগরের,— পিতা যিনি আমাদের,—
সুখময় তাঁহার নিলয়,—
যাই মোরা উচ্চ গিরিকূটে;
আঁখি মেলি’ একবার দেখে লই চারিধার,

গিরি সাজে বিটপী মুকুটে।
দেখি কত অর্ব্বুদ গিরির,
ভ্রুকুটি করিয়া চায় আছে সদা পাহারায়
সর্ব্ব-জীব-ধাত্রী পৃথিবীর!
দিই মোরা শস্যের জনম;
চিরস্রোতা তটিনীর মন্দ্রভাষী জলধির
শুনি গান নিত্য মনোরম।
দেখি তীক্ষ্ণ দিবার নয়ন;
চেয়ে আছে অনিমিখ্ পূর্ণ করি’ দশদিক,
দেখি সূর্য্য অশ্রান্ত-কিরণ!
মোদের অমর কায়া‘পরে
পরিয়া ঝটিকাবাস হাসি মোরা অট্টহাস,
দৃপ্ত রবি দেখি হেলা ভরে;
মর্ত্ত্যভূমি আতঙ্কে শিহরে!

এরিষ্টোফেনিস।