তীর্থ-সলিল/সমুদ্রে ঝড়

উইকিসংকলন থেকে

সমুদ্রে ঝড়।

চারিদিকে বহিল বাতাস,—
তুলিয়া সাগর বক্ষে সংক্ষোভ ভীষণ;
অন্তস্তল করিয়া বিকাশ
উন্মাদ তরঙ্গ তীরে ধার অগণন।
কলরবে কাঁদিল মানব,
সশব্দে ছিঁড়িয়া যায় নৌকার বাঁধন;
উঠি’ মেঘ সহসা ভৈরব
নিল হরি’ নীলাকাশ, রবির কিরণ!
কাল নিশি নামিল সাগরে,
আকাশে অশনি ঘোর করে গরজন;

ব্যোম-পথে বিদ্যুৎ বিহরে,
গ্রাসিতে ছুটিয়া আসে আসন্ন মরণ৷
ঝঞ্ঝা ধায় গভীর স্বননে,
গগন চুমিতে চায় তরঙ্গ পাগল;
গর্জ্জিয়া সাগর-স্রোত হানে—
ছিন্ন পাল, ভগ্ন দাঁড়, তরুণী বিকল৷
ভগ্ন-চূড়া পাহাড়ের মত
ধেয়ে আসে জলরাশি নাচি’ নিরবধি;—
তুলে শিরে কাহারে ত্বরিতে,
কাহারে অতল-তলে জীবন্ত সমাধি৷

ভার্জ্জিল।