পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆՏԵ- অক্ষিপুটের রোগাবলি পক্ষের অন্ধুর সম্পূর্ণরূপে বিনাশিত হইয়া যায়, এবং অন্য কোনবিধ কষ্টানুভব হয় না।” অপেক্ষাকৃত দুর্দ্দম্য টাইকিয়েসিস স্থলে পক্ষাকুর সমবেত বহিরপাঙ্গ দেশস্থ পুট নিষ্কাশিত করিয়া, তৎস্থনে নুতন পুট নিয়োজিত করা ( Transplantation ) STIFTE HITZH ftofs উপকারজনক হইয় থাকে। এই অস্ত্রপ্রক্রিয়া অত্যন্ত দীর্ঘকালব্যাপক ও সাতিশয় যন্ত্রণপ্রদ বলিয়া, রোগীকে ক্লেরোফর্ম প্রভৃতি অচৈতন্যকর ঔষধের (anaesthetic ) অধীন আন অবশ্যক। একজন সহকারী চিকিৎসক রোগীর মস্তক ধৃত ও একখানি হর্ণ স্প্যাচুল আক্ষিপুটের নিম্নে প্রবিষ্ট করতঃ, অক্ষিগোলক হইতে উহাকে কিঞ্চিৎ অন্তরিত করিয়া, অক্ষিপুটপ্রান্ত স্প্যাচুল হইতে কিঞ্চিৎ উলটাইয়া ধরিবেন। তৎপরে অক্ষিপুটকে একখানি স্ক্যাল্‌পেল দ্বারা দুই মানরেখা গভীর পর্য্যন্ত বিদারিত করিতে হয় (১৭শ, প্রতিকৃতি দেখ ); কিন্তু এই বিদারণে ল্যাক্রিম্যাল ১৭শ f, প্রতিকৃতি। পংটম্ ছিন্ন করা কদাচ বৈধ হয় না। এই বিদারণে অক্ষিপুটের পশ্চাৎ স্তরে কনজংটাইভ, পুটোপস্থি এবং পুটগ্রন্থির ( Tarsal gland) খাতড়য় (Canals) অবস্থাপন করে; অপর অর্থাৎ অগ্রবর্তী স্তরে অক্ষিপুটের অবশিষ্ট নিৰ্মাণ, এবং পক্ষাস্কর সকল (hair follicles) on to অতএব পুটোপস্থির উপরিভাগের অতি সন্নিকটেই এই বিদারণ করা উচিত। সাৰ্দ্ধৈক মানরেথ হইতে দুই মানরেখা উৰ্দ্ধে এবং বহিঃস্তরের সমান্তরাল আর একটী বিদণরণ অগ্রস্তরের মধ্যদিয়া পুটেlপস্থি পর্য্যন্ত করিতে হয়। এই বিদারণের দুই শেষ প্রান্ত প্রথম বিদারিত স্থানের শেষ প্রান্ত অতিক্রম করিয়া থাকে, অর্থাৎ, তদপেক্ষ কিঞ্চিৎ বৃহৎ হয়। অতঃপর এক্ষণে উক্ত স্তর একটী সেতুর আকারে পরিণত হইল; উহার দুই শেষ প্রান্ত অক্ষিপুটে সংযুক্ত এবং উহার পশ্চাতে পক্ষাছুর সংলগ্ন হইয় থাকে। এই সেতু নির্ম্মিত হইলে, দ্বিতীয় বিদারণের শেষ প্রান্ত হইতে উকীষবৎ বিদারণ করিতে হয়; — এবং তাছাকে ফরসেপন্স দ্বারা ধৃত করতঃ, সাবধান পূর্ব্বক অবিকিউলারিজ পেশীকে অনাহুত ভাবে রাখিয়া কর্ত্তন করিয়া লইতে হয়। যে পরিণ