পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরস্কারেও যেমন তিরস্কারেও তেমনি একটু মানসিক স্বধ অনুভব করির থাকি। বর্তমানে এ পর্যন্ত । ভবিষ্যৎবাণী করিতে আমার সাধ্য নাই। তোমরা সেটা কোনো স্থলেখককে দিয়া গণাইয়া লইতে পার আমার আপত্তি নাই। তোমরা জানিয়া রাখ আমার জীবনীর এটা দ্বিতীয় সংস্করণ পড়িতেছে । প্রথমবারের জীবনীটা ছাপা হইবার পূর্বে পোস্টআপিস হইতেই হয় বিবাগী হইয়া গেছে— নয় তো অকালে ঝরাফুলের ন্যায়— বুঝিলে তো । তোমরা আমার লেখাটা পড়িয়া ভাবিতেছ না: ! এ জীবনটা কিছু ন " আর . আমি আড়ালে দাড়াইয়া হাসিতেছি ও বলিতেছি কিছু না ! কিছু না ! এই ছবিটা কেমন বল দেখি !"