পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ অভিজ্ঞান শকুন্তলা নাটক । রাজ। মাতলে । এমত নহে, বিদায়কালে তিনি আমার যে ৰূপ সন্মান করিয়াছিলেন, তাহা মনোরথেরও দুরবর্তী, দেবতাদিগের সম্মুখে আমাকে একাসনে উপবেশন করাইয়াছিলেন, আর যে মাল্য প্রয়াসী তার জয়ন্ত নন্দন । দেবরাজ তারে নাহি করিল অর্পণ ॥ ঈষত্ হাসিয়ে মম বক্ষে দিয়ে হাত। সে মন্দারমালা মোরে দিল সুরনাথ ॥ মাত। মহারাজ ! ইন্দ্র হইতে যে ইহা প্রাপ্ত হইবেন তা হার অসম্ভাবনা কি ? ইন্দ্রকার্য্যে তুমি আর বিষ্ণু দুই জনে। নাশিয়াছ স্বর্গের কণ্টক দৈত্যগণে ॥ বিষ্ণু নরসিংহ ৰূপে করেন নিধন । শরাঘাতে বিনাশিলে আপনি এখন ॥ রাজা। সকল সেই ইন্দ্রেরি মহিমা । দেখ ভৃত্যগণ মহাকার্য্য করে যে সকল । নিজ নিজ প্রভুর গুণেতে সে কেবল । অরুণেরে রথ যদি নাদেন তপন । তবে কি সে পারে তম করিতে বারণ ॥ মাত। তিনি আপনার সদৃশ । ( অপে অপে গমন করিতে করিতে ) রাজন্‌ ! স্বর্গলোকে সংস্থাপিত আপনকার যশ কিৰূপ তাহ দেখুন।