পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য প্রফুলচুক্তি BBDDS SBBDS BDBBDBBD S BBDBDDS SDBDDDDBDD (Science College) বেঙ্গল রিলিফ কমিটীর কর্ম্মকেন্দ্র হয়ে উঠল। সেখান থেকে স্বেচ্ছাসেবকেরা গাড়ী করে জাম-কাপড় ও চাল-ডাল নিয়ে বন্যাস্থলে যাত্রা করলেন। সুভাষ বসু ও অপরাপর যুবকরা বন্যাস্থলে কাজ করতে অগ্রসর হলেন । এই ভাবে আচার্য রায় বন্যা-পীড়িতদের দুঃখ দূর করবার চেষ্টা করলেন। আচার্য রায় এ-কাজে অগ্রসর হয়েছিলেন বলে, এত সুশৃঙ্খলার সঙ্গে কাজ হতে পেরেছিল। খুলনার দুর্ভিক্ষের সময় আচার্য রায় বুঝেছিলেন যে, যদি অর্থের সদ্ব্যবহার হয়, তবে দেশবাসী অর্থসাহায্য করতে কাতর নয়। সেই বিশ্বাসে তিনি আবার দেশবাসীদের আহবান করলেন এই বন্যায় সাহায্য করবার জন্য। কেবল যে বাংলাদেশ তা নয়, বোম্বাই, মাদ্রাজ ও ভারতের নানা প্রদেশ থেকে সাহায্য আসতে লাগল। এমন কি ভারতের বাইরে যে সব ভারতবাসী আছেন তঁরাও সাহায্য পাঠালেন। জাপান থেকেও ভারতীয়রা সাহায্য করলেন। এই রকমে প্রায় সাত লক্ষ টাকা ভিক্ষা করে পাওয়া গেল। আচার্য্য রায় তঁর যুবক-মণ্ডলীর সাহায্যে এই টাকা বন্যা-পীড়িতদের দুঃখ দূর করতে ব্যবহার করলেন। So S