বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 R थोप्ने मृत्ठी । কি হবে ? বাবার কঠিন অন্তর কি কিছুতেই কোমল হবেনা? সন্মতি কি দেবেন না ? তাকে কোন কথা বোলতে লজ্জ করে। কেন ? কৌমারেত লজ্জার অধিকার নাই ; র্তার চরণে ধরে মিনতি করে বোলবো, তাতেও কি সম্মত হবেন না ? (দৈববানি) “আবার কুসুমায়ুধ মধুহাসি হাসিল । আবার রমণীহৃদে ফুলশর বাজিল ॥” অবষ্ঠ সম্মত হবেন ! ! তাপসের সঙ্গে সঙ্গে বনে বনে তাপসির দ্যায় ভ্রমণ কর্ব্বে—নিঝরিণির ঝর ঝর শব্দে কর্ণ সুশীতল হবে—বনসহচার তাপসবালাদের কোমল অন্তকরণে স্থান পাব । বিপিনের বিনোদকুঞ্জ আমাদের বিলাস গৃহ হবে । নিশায় শান্তিকানন শান্তভাবে পরিণত হবে—আবার প্রভাতে সুমধুর কোকিলকূজনে হৃদয়ের তৃপ্তিসাধন হবে। এf—সকলি মিথ্য—কল্পনা বশে কত কি দেখছি কিন্তু কিছুই সত্য নয়—ওছ!! কেমন কোরে সত্যবানের বনসহচরি হব ? (অধোমুখে চিন্তা ) (সখিত্রয়ের প্রবেশ ও গীত ) কালেংড়া—খাম্টা। চল চললে সখি ফুলচয়নে। সাজাব সাধ সখি রতনে ॥ মোহন ফুল হারে, বেঁধে দিব কবরী ; - বাসনা হেরিব হাসি চাদবদনে ॥