পাতা:আনবারশোহেলি.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y88 আনবারশোহেলি ! সেই নারী নিৰূপমা মরাল গামিনী । চাচর চিকুর যেন ঝুলিছে সাপিনী । তাহার নাগর বড় দেখিতে সুন্দর । চিকুর সৌরভে করে আমোদ বিস্তুর । সেই নর মিষ্টভাষা উজ্জ্বল ললাট । সিংহ কটি মধ্য সম কটি মধ্য ঠাট । তাহার কুটীল কেশ এমন শোভিত । তার কাচে তৰুলত সদাই লজ্জিত । সেই নাগর ঐ নাগরীতে এৰূপ অশক্ত ছিল যে সর্ব্বদ। রতি রতিপতির ন্যায় একত্রে বাস করিত কেন ন। পাছে অন্য জনে তাহার মধুপান করে । যদি অন্য জন মনে করছ বসতি। তবে মোর বড় হিংসা জন্মে তার প্রতি । এই ৰূপ হওয়াতে ঐ কুট্টনী উপাৰ্জ্জনের অল্পত। দেখিয়া অত্যন্ত ত্যক্ত হইল, এবং ঐ রমণীকে তাই। হইতে কোন প্রকারে অন্তর করিতে না পারিয়া ঐ নায়ককে বিনাশ করিতে চেষ্টিতাছিল, কিন্তু ঐ ফকীরের তথায় বর্ত্তমান দিবসে তাহার বিনাশ, নিশ্চয় মানলে তাহারদিগকে অধিক মদ্য পান করাইলেক । যখন তাছার উভয়ে নিদ্রিত হইল, তখন কুট্টনী কিঞ্চিৎ, বিষ ঘর্ষণ করিয়া একট। নল মধ্যে স্থাপন করিয়। ঐ নিত্রিত পুরুষের নালিকায় সংযোগ করিয়। ফুৎকার দেওন সময়ে ঐ পুরুষের লুৎ পতন হওনে ঐ