পাতা:আমার জীবন.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ՓԵր আমাব জীবন মানব জন্ম বৃথা গেল ! তুর্লভ মানবজন্ম পাইয়া রাধাকৃষ্ণের যুগল চরণ কেন ভজন করিলাম না ? ধিক্ ধিক্ আমার জীবনে ধিক্ । “এ দেহে তায় পেলাম নারে আর কি পাব দেহ গেলে, ধিক্ ধিক জনম মানবকুলে। হরিপদ না ভজিয়ে দিন গিয়াছে হেলে হেলে, ধিক্ ধিক্‌ জনম মানবকুলে ।” আমার বুথ কাজে দিন গেল, আমার মানব জন্ম বুথ হইল। ভারি আক্ষেপের বিষয়, মনে হইলে হৃদয় বিদীর্ণ হয । অষ্টম রচনা ওহে নাথ, জগৎ তাত, সুদর্শনধারী, দাও দরশন হৃদয়-রতন হৃদি বেদন নিবারি । সদয় হৃদয়ে এস হৃদি-সিংহাসনে, মন-পুষ্প চন্দনেতে পূজিব চরণে । তুমি হে মনের মন দহের সারথী, যেদিকে চালাও রথ তথা যায় রথী। অনিত্য বাসনা দিয়া করে না বঞ্চন, রাসমুন্দরীর যেন তব পদে রহে মন । আমি ভারতবর্ষে অনেককাল বাস করিলাম। এখনও আমি আছি । আমার শরীরের অবস্থা ও মনের ভাব কোন সময় কি প্রকার ছিল এবং এখনি বা কিকপ আছে তাহ। আর বিশেষ করিয়া কি বলিব ? যিনি আমার অস্তরে সততই বিরাজমান রহিয়াছেন, তিনিই আমার মনের অবস্থা বিলক্ষণকপে জানিতে পারিতেছেন । পূর্বে আমার শরীর যেরূপ ছিল সে বন্থকালের কথা। এক্ষণে তাহা বলাও বাহুল্য, এবং সে কথা শুনিলে এখনকার মেয়েছেলেরা বলিবে ইনি গৌরব করিয়া নিজের প্রশংসা জানাইতেছেন, বাস্তবিক তাহ নহে । সে কথা যেন কেহ মনেও না করেন । আমাদের সেকালে যে প্রকার কাজের নিয়ম ছিল এবং আমি যে মতে কাজ করিতাম, বিশেষ আমার শরীরের অবস্থা,পূর্বে বেরূপ ছিল তাহ কিঞ্চি বলি।