পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৪ ] কে তোমারে মারিল ॥ আপনার মুথে তুমি নবুয়ত কোরে । কহু দেথি তাহা এবে আমাদের তরে ॥ মসীহুকে পিতরের এনকার করিবার বয়ান । এ সব মাজেজ সেথা যে ওত্তে হুইল । আঙ্গেনাতে সে ওখতে পিতর আছিল ৷ এক বান্দি গিয়া ইহা পুছিল তাহারে । গালিলী ইসার সাথে দেখেছি তোমারে। লেকিন সবের সামনে করিয়া এমৃকার । কহিল সমজিতে নারি বয়ান তোমার। তাবাদে সে বাহেরের দরজায় গেল । আর এক বালিদ তারে সেথায় দেখিল ৷ সে জাগার লোকগণে সে ইহা কহিল । নাসরতী ইসার সাথে এ শকৃশ ভি ছিল। কসম খাইয়া সে যে করিয়া এমৃকার । কহে তার সাথে চিনা নাহিক আমার। আর যে লোকেরা সেথা খাড়া হৈয়া ছিল । আর থোড়া বাদে তারা সেথায় আসিল ॥ আসি পিতরের তরে কহিল তখন । এ শকশ ভি তাহদের হয় এক জন ॥ কিছু না হইবে ফায়দা করিলে এন্‌কার । সবব জবানে তাহা জাহের তোমার। তবে সে নিজের পরে লানং করিয়া । আর ভি বহুত তরে কসম খাইয়া ॥ জানি না তাহারে আমি, সে ইহা কহিল । আর সেই ওখতেই মুরগ ডাকিল ॥ “মুরগ ডাকের আগে তুমি তিন বার । হে পিতর আমারে যে করিব। এমৃকার ॥” এই বাৎ ইসা তারে কহিয়া যে ছিল । আভি পিতরের তাহ এয়াদে পড়িল ৷ তাহাতে সে সে ওখতে বাহেরে যাইয়া । বহুত কঁাদিল বড় আফসোস, করিয়া ॥