পাতা:ইতিহাস-সার.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; 8 ইতিহাস-সার। করেন । এই ঘটনা ১৭• ২ অব্দে হয় । ইতিপূর্ব্বে উাহার রাজ্ঞী পরলোক গমন করিয়াছিলেন । উইলিয়মের মৃত্যুর পর এন নাম্নী পূর্ব্ব রাজার এক কন্যা ইংলণ্ডেশ্বরী হন, তাহার রাজত্বকালে মরলবরার বিখ্যাত ডিউক ফরাশীদিগকে অনেকবার যুদ্ধে পরাজয় করেন । এন দ্বাদশ বৎসর রাজত্ব করিয়া ১৭১৪ অব্দে পরলোক গমন করেন । তিনি ষ্টয়ার্ট গোষ্ঠীয় শেষ রাজ্ঞী । এনের রাজত্বকালে অনেক বিখ্যাত লোক ছিলেন, বিশেষ দর্শনশাস্ত্রে মহাপণ্ডিত সর আইজাক নিউটন, লক, মহাকবি পোপ, ও বিখ্যাত গদ্যলেখক এডিসন ও সুইফট বর্ত্তমান ছিলেন । এনের রাজত্বকালে স্কটলণ্ড ও ইংলণ্ড দেশ এক হইয়াছিল । -**r ত্রয়োদশ প্রকরণ –হানোবর গোষ্ঠীয় রাজাদিগের রাজত্ব। জেমস রাজ্যচ্যুত হইয়া, ১৭•১ খৃষ্টাব্দে, ফুন্সি দেশে পরলোক গমন করিলে, ফুন্সি দেশীয় রাজা উহার পুত্রের শিরে রাজমুকুট অর্পণ করিয়া ঘোষণা করাইলেন তিনি ইং লণ্ডের রাজা । কিন্তু তিনি রোমান কাথলিক ধর্ম্মাবলম্বী ছিলেন, এ জন্য ইংলণ্ডায়ের