পাতা:ইতিহাস-সার.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। 公@ উtহাকে রাজ্য প্রদান না করিয়া, প্রটেষ্টান্ট ধর্ম্মাবলম্বী প্রথম জেমসের পৌত্রী-তনয় জর্ম্মণির অন্তঃপাতি হানোবরের ইলেকটরকে পুর্ব্বরাজার গোষ্ঠী বিবেচন। করিয়া রাজা করিল, ঐ সময়ে তাহার বয়ঃক্রম ৫৫ ৰৎসর হইয়াছিল । তিনি প্রথমজজ নাম গ্রহণপুর্ব্বক ংলণ্ডের রাজা হইলেন । ১৭২৭ অব্দে র্ডাহার মৃত্যুর পর তৎপুত্র দ্বিতীয় জর্জ সিংহাসন আরোহণ করিলেন । তিনিও জর্ম্মণিদেশে জন্ম-গ্রহণ করেন। দ্বিতীয় জর্জের রাজত্বকালে ইংলগুীয়ের স্পেন ও ফুীনসদেশীয়দিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হয় । এই যুদ্ধে জজ স্বয়ং সেনাপতির কার্য্য করেন, একটা যুদ্ধ ডেটগুনে হয়, তাহাতে ইংলওঁীয়েরা জয়ী হইয়াছিল, কিন্তু ফন্টিনয়ের যুদ্ধে পরাভূত হয় । ১৭৪৫ অব্দে জেমস রাজার পৌত্র রাজ্যোদ্ধারের চেষ্টায় স্কটলণ্ডে উপস্থিত হইয়৷ তদেশীয় পর্ব্বতবাসীদিগকে লইয়া ইংলগু আক্রমণ করিয়াছিলেন, কিন্তু যুদ্ধে পরাখে হইয়। অবশেষে পৃষ্ঠায়ৰুৰূরেন। খরাজের তাহার পক্ষীয় প্রধানদিগকে ধরিয়া কাইকে ফাশি দেয় কাহার বা মস্তক-চ্ছেদন করে । ১৭৫৫ অব্দে ইংরাজদিগের সহিক্ত ফরাশিদিগের পুনর্ব্বার সংগ্রামারম্ভ হইয়া কয়েট যুদ্ধ আমেরিকাতে